Last Updated: Thursday, October 4, 2012, 14:35
ফেসবুকে কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর `বোমা বর্ষণ` অব্যাহত। এবার মুখ্যমন্ত্রী তাঁর ফেসবুক বার্তায় লিখেছেন, সিলিন্ডার পিছু ১২৭ টাকা করে ইতিমধ্যেই বেড়েছে। আগামী দিনে আরও দাম বাড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। কিন্তু এ রাজ্যে ভর্তুকিতে সিলিন্ডারের সংখ্যা বাড়ানো হবে কিনা, সে প্রসঙ্গ সযত্নে এড়িয়ে গেছেন তৃণমূল সুপ্রিমো।