Last Updated: Sunday, January 27, 2013, 10:17
অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের ফাইনালে আজ মুখোমুখি নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে। এই নিয়ে তৃতীয় বারের জন্য গ্র্যান্ড স্লাম ফাইনালে মুখোমুখি শীর্ষ বাছাই জোকোভিচ ও তৃতীয় বাছাই মারে। দু`বছর আগে ২০১১ সালে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন জোকোভিচ-মারে। সেবার মারেকে স্ট্রেট সেটে(৬-৪,৬-২,৬-৩) হারিয়েছিলেন জোকোভিচ। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালেও মারেকে হারান জোকোভিচ।