Last Updated: Sunday, October 28, 2012, 19:16
প্রতিমা বরণ থেকে সিঁদুর খেলা সবেতেই সমান দাপট দেখালেন টলিউড তারকারা। রবিবার সকাল থেকেই চালতা বাগানের পুজো মণ্ডপে যেন চাঁদের হাট বসেছিল। দেবীকে সিঁদুর দেওয়ার পর তারকারা একে অপরে মাতলেন সিঁদুর খেলায়। আর তাই দেখতেই উপচে পড়া ভিড় চালতা বাগানের পুজো মণ্ডপে। বছরে মাত্র একটা দিন। তাই এই দিনটাতেই সাধারণ অসাধারণের গণ্ডি ভেঙে দিয়ে টলিউড তারকারা সিঁদুর খেললেন।