Last Updated: October 28, 2012 19:16

প্রতিমা বরণ থেকে সিঁদুর খেলা সবেতেই সমান দাপট দেখালেন টলিউড তারকারা। রবিবার সকাল থেকেই চালতা বাগানের পুজো মণ্ডপে যেন চাঁদের হাট বসেছিল। দেবীকে সিঁদুর দেওয়ার পর তারকারা একে অপরে মাতলেন সিঁদুর খেলায়। আর তাই দেখতেই উপচে পড়া ভিড় চালতা বাগানের পুজো মণ্ডপে। বছরে মাত্র একটা দিন। তাই এই দিনটাতেই সাধারণ অসাধারণের গণ্ডি ভেঙে দিয়ে টলিউড তারকারা সিঁদুর খেললেন।
সকাল থেকেই চালতা বাগানের পুজো মণ্ডপে একে একে আসতে শুরু করেন মমতা শঙ্কর, রচনা বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, পৌলমি বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রাণী দত্তরা। কিন্তু তবুও বরণ থেমে ছিল একজনের জন্য। তিনি আসাতেই শুরু হল অনুষ্ঠান। তিনিই রাজ্যের ফাস্ট লেডি এম কে নারায়নণনের স্ত্রী। অবাঙালি হয়েও বাঙালি তারকাদের ভিড়ে দিব্যি মিশে গেলেন সিঁদুরও খেললেন।
রবিবার বিসর্জনের শেষ দিন। এদিন সিঁদুর খেলার পর চালতা বাগানে দেবী প্রতিমার বিসর্জন। আরও একটা বছরের অপেক্ষা। তারকাদের গলাতেও আক্ষেপের সুর।
First Published: Sunday, October 28, 2012, 19:19