Last Updated: Wednesday, February 13, 2013, 15:19
প্রেমের সপ্তাহে আজ ভালবাসার চুম্বন আদানপ্রদানের দিন। বুঝতে পারছেন তো দিনটা ঠিক কতখানি স্পেশাল। আর জানেনই তো কোনও স্পেশাল দিনের শুরু, মাঝ, শেষ সবটাই হয় দারুণ একটা ডিশ দিয়ে। তাই এই দিনটার কথা মাথায় রেখে এমন একটা খাবার তৈরির রেসিপি শেখাচ্ছি যার সঙ্গে কিস ডে র দারুণ একটা যোগ রয়েছে। দাঁড়ান দাঁড়ান `সুইটহার্ট টার্টস`তৈরির একটা অন্যতম প্রধান উপকরণের নামটা বলি তাহলে বুঝতে পারবেন। নামটা হল জ্যাম... এবার বুঝলেন সুইটহার্টের জন্য `সুইটহার্ট টার্টস` বানানোর সময় মজাটা কোথায়...