Last Updated: February 26, 2013 15:05

উনত্রিশে পা দিলেন বীনা মালিক। জন্মদিনে তাঁর রেজলিউশন, এক মিনিটে সর্বাধিক চুম্বনের গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ভঙ্গ করবেন তিনি। তাঁর ভক্তদের আমন্ত্রণ জানানো হয়েছে বীনাকে চুম্বনের জন্য। মিনিটে ১০০ বারেরও বেশি চুম্বন করে এই বিশ্বরেকর্ড ভঙ্গের শপথ নিয়েছেন নতুন বলি বেব।
এখনও পর্যন্ত এই রেকর্ডের অধিকারী জাপানের তানোসিঙ্গো। ২৩ ফেব্রুয়ারি ২০১১ তারিখে তাঁর ছবি আরাবিকিদানের সেটে ১২৫ বার চুম্বন করেছিলেন তানোসিঙ্গো। তাঁর রেকর্ড ভাঙতে হলে বীনাকে ভক্তদের কাছে থেকে মিনিটে অন্তত ১২৬টি চুম্বন পেতেই হবে। বীনা বললেন, "আমি সত্যিই খুব উত্তেজিত। গিনিজ বুকের রেকর্ড ভাঙার জন্য তর সইছে না আমার। এটা আমার সেরা জন্মদিনের উপহার হতে চলেছে। আমার ছবি দ্য সিটি দ্যাট নেভার স্লিপস-এর সেটে প্রতিযোগীরা আসবেন আমাকে চুম্বন করতে। ছবির প্রযোজক সতীশ রেড্ডি ও পরিচালক হারুন রশিদ আমাকে বিশ্বরেকর্ড ভাঙার এই সুযোগ দেওয়ায় আমি খুশি।
First Published: Tuesday, February 26, 2013, 15:05