Last Updated: Tuesday, January 24, 2012, 22:03
মঙ্গলবার সন্ধেয়, বিদ্যা দেশাইয়ের গলা থেকে হার ছিনতাই করে ৩ দুষ্কৃতী। বাধা দেওয়ার চেষ্টা করলে বিদ্যা দেশাইকে গুলি করে তাদের একজন। ছিনতাইবাজের গুলিতে আহত বিদ্যা দেশাইকে ভর্তি করা হয় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে। প্রায় ৪ ঘণ্টার অস্ত্রোপচারের পর কসবার গহবধূ বিদ্যা দেশাইয়ের শরীর থেকে গুলি বের করেন চিকিত্সকেরা।