Last Updated: October 1, 2011 14:57
ঘটনাটি ঘটেছে হাওড়ার ধুলাগড়ে। আজ ব্যাঙ্ক থেকে লক্ষাধিক টাকা নিয়ে বাইকে চেপে ফিরছিলেন পাঁচলার দুই ব্যবসায়ী হরেকৃষ্ণ মাল এবং বাসুদেব কাঁড়ার।
পেট্রোল পাম্পে তেল ভরার সময় টাকা ছিনতাইয়ের জন্য পিছন থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে হরেকৃষ্ণ মালের পায়ে। গুরুতর আহত অবস্থায়
তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাকার ব্যাগ নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা।
First Published: Saturday, October 1, 2011, 14:57