Last Updated: Wednesday, September 28, 2011, 18:07
কেশপুরের জামশেদ আলি ভবনে হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার। তৃণমূল কংগ্রেসের অভিযোগ সিপিআইএমের এই কার্যালয়ে দুষ্কৃতীরা আশ্রয় নিয়েছিল. সিপিআইএমের ওই কার্যালয় থেকে মোট পঁয়তাল্লিশ জনকে পুলিস উদ্ধার করলেও তার মধ্যে ছজনকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে।মঙ্গলবার সকালে কেশপুরের এই এলাকায় একটি গাড়ি ধরা পড়ে স্থানীয় মানুষের হাতে।