Last Updated: Wednesday, June 12, 2013, 18:54
জিয়া খান আত্মহত্যায় অভিযুক্ত সুরজ পাঞ্চোলির বাড়ি থেকে জিয়ার লেখা পাঁচটি চিঠি উদ্ধার করল পুলিস। চিঠির বিষয়বস্তু এখনও জানা না গেলেও পুলিস জানিয়েছে সুইসাইড নোটের মতই বাকি চিঠিগুলোতেও তাঁর দুঃখের কথাই জানিয়েছিলেন জিয়া। চিঠিগুলো খতিয়ে দেখতে আন্ধেরি মেট্রোপলিটন আদালতে পাঠানো হয়েছে। চিঠির কপি পাঠানো হয়েছে হস্তরেখা বিশারদের কাছেও।