Last Updated: June 12, 2013 18:54

জিয়া খান আত্মহত্যায় অভিযুক্ত সুরজ পাঞ্চোলির বাড়ি থেকে জিয়ার লেখা পাঁচটি চিঠি উদ্ধার করল পুলিস। চিঠির বিষয়বস্তু এখনও জানা না গেলেও পুলিস জানিয়েছে সুইসাইড নোটের মতই বাকি চিঠিগুলোতেও তাঁর দুঃখের কথাই জানিয়েছিলেন জিয়া। চিঠিগুলো খতিয়ে দেখতে আন্ধেরি মেট্রোপলিটন আদালতে পাঠানো হয়েছে। চিঠির কপি পাঠানো হয়েছে হস্তরেখা বিশারদের কাছেও।
অন্যদিকে পুলিসি জেরার মুখে সুরজ জিয়াকে মারধর করার কথা স্বীকার করে নিয়েছেন সুরজ। সেইসঙ্গেই জিয়াকে গর্ভপাতে বাধ্য করানোর কথাও স্বীকার করেছেন সুরজ। আপাতত জিয়ার পোস্টমর্টেম রিপোর্ট ও ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিস। এ দিন আদালতে সুরজকে জিজ্ঞাসাবাদের সময় তাঁর সঙ্গে ছিলেন মা জারিনা ওয়াহাব। জারিনা মিডিয়ার উদ্দেশে বলেন, "জিয়ার মা যাই বলুন সত্যিটা সামনে আসা উচিত। আমি একটা কথাই বলব। আমিও একজন মেয়ের মা। জিয়ার মায়ের কষ্ট আমি বুঝতে পারছি। কিন্তু আমার ছেলেকেও আমি চিনি। ও কী করতে পারে আমি জানি। ওর সম্পর্কে যা শুনছি তা কখনই আমার ছেলে করতে পারে না।"
ছেলে জেলে থাকায় খাওয়া বন্ধ করে দিয়েছেন আদিত্য পাঞ্চোলি। ঘুমনোর সময় এসিও চালাচ্ছেন না আদিত্য।
First Published: Wednesday, June 12, 2013, 18:54