Last Updated: Tuesday, July 9, 2013, 23:21
লে-লাদাখে ফের ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ল চিনা সেনা। গত ১৭ জুন ভারতীয় এলাকায় তারা ঢুকে পড়ে। স্থানীয় বাসিন্দাদের রীতিমতো হিন্দি ভাষায় হুমকি দেয় চিনা সেনার ওই দল। ভাঙচুর করে ভারতীয় সেনার বসানো অত্যাধুনিক ক্যামেরা। প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনির চিন সফরের আগে লাল ফৌজের এই আচরণকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বিদেশমন্ত্রক।