Last Updated: Sunday, October 2, 2011, 21:09
নেসাত আর নালগে টাইফুনে বিপর্যস্ত ফিলিপিন্সের বিস্তীর্ণ
অঞ্চল। নেসাতের প্রভাবে ক্ষতিগ্রস্ত প্রায় পঁচিশ লক্ষ মানুষ। তারপর
নালগের ছোবল কেড়ে নিয়েছে দশ লক্ষ মানুষের ঠিকানা। আপাতত
তাঁদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হলেও যাঁদের উদ্ধার করা
সম্ভব হয়নি, তাঁরা জলস্তর এড়াতে নিজেদের বাড়ির ছাদেই আশ্রয় নিয়েছেন।