Last Updated: Monday, May 21, 2012, 22:36
টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ফিল্ম-সমালোচক রিচার্ড করলিস সঞ্জয় লীলা বনশালী পরিচালিত `দেবদাস` সিনেমাটিকে এই সহস্রাব্দের শ্রেষ্ঠ ১০টি সিনেমার অন্তর্ভুক্ত করেছেন। দেবদাসের পাশাপাশি ওই লিস্টে আছে ম্যুলা রুজ, হার্ট লকার, হোয়াইট রিবন, অবতার এবং ক্রাউচিং টাইগার হিডেন ড্রাগনের মতন সিনেমা।