Last Updated: Monday, October 21, 2013, 14:28
পাকিস্তানে ফের জঙ্গি হামলা। এবার প্যাসেঞ্জার ট্রেন লক্ষ করে চালানো হল জঙ্গি নাশকতা। সোমবার সকালে দক্ষিণ পশ্চিম পাকিস্তানের ট্রেনের লাইনে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৬ জন নিহত ও ১৭ জন গুরুতর জখম হয়েছেন। সোমবার সকালে রাওয়ালপিন্ডি থেকে কোয়েটাগামী জফর এক্সপ্রেসগামী ট্রেন লক্ষ্য করে এই নাশকতা ঘটানো হয়।