Last Updated: October 21, 2013 14:28

পাকিস্তানে ফের জঙ্গি হামলা। এবার প্যাসেঞ্জার ট্রেন লক্ষ করে চালানো হল জঙ্গি নাশকতা। সোমবার সকালে দক্ষিণ পশ্চিম পাকিস্তানের ট্রেনের লাইনে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৬ জন নিহত ও ১৭ জন গুরুতর জখম হয়েছেন। সোমবার সকালে রাওয়ালপিন্ডি থেকে কোয়েটাগামী জফর এক্সপ্রেসগামী ট্রেন লক্ষ্য করে এই নাশকতা ঘটানো হয়।
বালুচিস্তান প্রদেশের বাসেরবাদ জেলার একটি স্টেশনের কিছু দূরে লাইনের মধ্যে রেখে দেওয়া হয় বোম। ট্রেনটি ডেরা মুরাদ জামালি এলাকা পেরনোর সময় আচমকা প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে ট্রেনের কয়েকটি কামরা। বেশ কয়েকটি কামরার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রিমোট কন্ট্রোলের সাহায্যে এই বিস্ফোরণ ঘটানো হয় বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর, পেশোয়ারে বাসের মধ্যে বিস্ফোরণে মৃত ১৭ জনের মৃত্যু হয়। এর আগে ১৫ আগস্ট জঙ্গিরা বোলান জেলায় রাওয়ালপিন্ডিগামী যাত্রীবাহী ট্রেনে রকেট হামলা চালানোয় দুজনের মৃত্যু হয়।
First Published: Monday, October 21, 2013, 14:28