ডকঘাট থেকে মাতলা নদী - Latest News on ডকঘাট থেকে মাতলা নদী| Breaking News in Bengali on 24ghanta.com
অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে সুন্দরবনের মৎস্যজীবীরা

অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে সুন্দরবনের মৎস্যজীবীরা

Last Updated: Sunday, December 16, 2012, 11:27

তৃতীয় দিনে পড়ল সুন্দরবনের মত্‍স্যজীবীদের আন্দোলন। বনের অধিকার ফিরে পেতে শুক্রবার থেকে আন্দোলনে সামিল হয়েছেন তাঁরা। সুন্দরবন অঞ্চলে কেন্দ্রীয় বনাধিকার আইন কার্যকর করার দাবিতে সুন্দরবনের বিভিন্ন দ্বীপে ঘুরে সাতদিন ধরে প্রচারের কর্মসূচি নিয়েছেন মত্‍স্যজীবীরা। আন্দোলনের নাম দিয়েছেন মত্‍স্যজীবী অধিকার যাত্রা।