Last Updated: Saturday, May 4, 2013, 10:42
দিল্লির তিহার জেলে দুই দল বন্দির সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন তিনজন। গতকাল তিহারের এক নম্বর জেলে এই ঘটনা ঘটে। জেল সূত্রে জানানো হয়েছে, পুরোন শত্রুতার জেরেই বন্দিদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মৃত্যু হয় জাভেদ নামে এক বন্দির। জাভেদ গত সাত বছর জেলে বন্দি ছিল। গুরুতর আহত বন্দিদের দিল্লির দীনদয়াল উপ্যাধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।