আফজলের পরিবারকে তিহারে যাওয়ার অনুমতি স্বরাষ্ট্র মন্ত্রকের

আফজলের পরিবারকে তিহারে যাওয়ার অনুমতি স্বরাষ্ট্র মন্ত্রকের

আফজলের পরিবারকে তিহারে যাওয়ার অনুমতি স্বরাষ্ট্র মন্ত্রকের আফজল গুরুর পরিবারকে তাঁর কবর পরিদর্শনের অনুমতি দিল সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০০১-র সংসদ ভবন হানার দোষী আফজল গুরুর কবর দেখতে তিহার জেলে যেতে পারবে তাঁর পরিবার। স্বরাষ্ট্র সচিব আর কে সিং বলেন, "আফজল গুরুর পরিবার যদি এখনই কবরে তাঁদের প্রার্থনা করতে আসতে চান, তাতে আমাদের কোনও আপত্তি নেই।"

তবে আফজলের আত্মীয়রা কবে তিহারে আসতে পারবেন তা নিয়ে জেল কতৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্র সচিব এও বলেন, তিহারে আফজলের সমস্ত জিনিস তাঁর পরিবারের হাতেই তুলে দেওয়া হবে।

এরআগে আফজলের পরিবারের তরফে তাঁর কবরে `ফাতিহা নমাজ` (কবরে প্রার্থনা) করার ইচ্ছা প্রকাশ করা হয়।

First Published: Tuesday, February 12, 2013, 17:13


comments powered by Disqus