Last Updated: Friday, November 8, 2013, 18:13
২৪ ঘণ্টার খবরের জেরে তোলাবাজকে গ্রেফতার করল পুলিস। গত ২৫ অক্টোবর ডানকুনির বিস্কুট কারখানায় তোলা চেয়ে দুষ্কৃতীদের তাণ্ডবের খবর সম্প্রচার করেছিলাম আমরা। অবশেষে ওই ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জু ব্যাপারী ওরফে লিটনকে ডানকুনি থেকে গ্রেফতার করল পুলিস।