Last Updated: Wednesday, September 4, 2013, 22:37
জলে ভেসে আসা হাঁড়ি থেকে উদ্ধার হল এক সদ্যোজাত। খাঁড়িতে মাছ ধরতে গিয়েছিলেন দুই মত্স্যজীবী। হাঁড়িটি দেখে সন্দেহ হয় তাঁদের. ঢাকনা সরাতেই সন্দেহ বদলে যায় বিস্ময়ে। মাছের পরিবর্তে ফুটফুটে এক শিশুকে নিয়ে গ্রামে ফেরেন তাঁরা। জন্মের পর পরিত্যক্ত সেই শিশুকে মানুষ করার জন্য অনেকেই উত্সুক। তা নিয়েই তৈরি হয়েছে জটিলতা। দক্ষিণ দিনাজপুরের কোয়ারন গ্রাম। গ্রামের অদূরেই রয়েছে কাশিয়া খাঁড়ি। বুধবার সকালে সেখানেই মাছ ধরতে গিয়েছিলেন কলম্বাস ডাঙোয়ার। সঙ্গে ছিলেন আরেক মত্স্যজীবী গণেশ মহন্ত। জাল ফেলার আগে হঠাত্ই খাঁড়ির স্রোতে একটি হাঁড়ি ভেসে আসতে দেখেন তাঁরা।