Last Updated: Friday, October 7, 2011, 21:50
এখনও দূর হয়নি বন্যার ক্ষত। এখনও ভাসছে উত্তর কোরিয়া। গ্রামাঞ্চলের পরিস্থিতি ভয়াবহ। নষ্ট হয়েছে ফসল। ভেঙেছে ঘরবাড়ি, স্কুল। সমস্যায় পড়েছেন গরীব কৃষকরা। কয়েকমাস ধরে টানা বৃষ্টিতে চরম কষ্টে দিন কাটছে শিশুদের। ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য পরিষেবা। অভাব দেখা দিয়েছে পানীয় জলের। কমেছে রেশনে বরাদ্দ। জুলাইয়ের বন্যায় কৃষি প্রধান দক্ষিণ হাওয়ানঘায়েই অঞ্চলে মাইলের পর মাইল জমির ফসল নষ্ট হওয়ায় দেশের খাদ্য নিরাপত্তায় আঘাত লাগার আশঙ্কা তৈরি হয়েছে।