Last Updated: Friday, January 11, 2013, 17:51
চ্যাম্পিয়ন(২০০৩), ওয়ান্টেড(২০১০), জোশ(২০১০), ফাইটার(২০১১)। জিত-শ্রাবন্তী যখনই একসঙ্গে পর্দায় এসেছেন বক্সঅফিস পরিসংখ্যান বলেছে ছবি সুপার-হিট। সেই জুটিকে নিয়েই এবার রবি কিনাগির বাজি দিওয়ানা। ফাইটার সুপারহিট হওয়ার টানা দু`বছর পর আবার একসঙ্গে একপর্দায় জিত-শ্রাবন্তী। দর্শকের আনুকুল্য পেলে দিওয়ানাই হবে এবছরের প্রথম সুপারহিট। ঠিক যেরকমটা হয়েছিল ফাইটারের ক্ষেত্রে। ছবি রিলিজের আগে কী ভাবছেন জিত-শ্রাবন্তী? দিওয়ানা থেকে প্রত্যাশাই বা কতটা? ছবির মুক্তির আগে ২৪ ঘণ্টার প্রতিনিধি পার্থপ্রতীম চন্দ্র ও প্রমা মিত্রর সঙ্গে টি-টোয়েন্টি খেললেন জিত-শ্রাবন্তী।