Last Updated: July 16, 2013 23:44

সালটা ১৯৯২। বলিউডে মুক্তি পেল দিওয়ানা। জন্ম হল নতুন সুপার স্টারের। এই ছবি দিয়েই বলিউড পেয়েছিল তাদের বাদশাকে। ব্লকবাস্টার সেই দিওয়ানার সিক্যোয়েল আনতে চলেছেন ছবির প্রযোজক গুড্ডু ধানওয়া।
তবে ধানওয়া জানিয়েছেন আগের দিওয়ানার সঙ্গে নতুন ছবির গল্পে প্রায় কোনও মিলই থাকছে না। আমরা আবার একটি প্রেমের ছবিই বানাচ্ছি কিন্তু এই ছবির গল্পো সম্পূর্ণ আলাদা। ছবির নাম দিওয়ানা থাকলেও কিছু একটা যোগ করা হবে। ভট ক্যাম্পের মার্ডার টু বা রাজ থ্রি-র মত। নতুন দিওয়ানায় শাহরুখ থাকছেন কি না সেই বিষয়েও মুখ খুলতে চাননি গুড্ডু।
দিওয়ানায় ছবির শেষে প্রেমিকার ভালবাসা জিততে পেরেছিলেন পাগল প্রেমিক। শোনা যাচ্ছে সেই গল্পো এগিয়ে নিয়ে যেতে পারেন গুড্ডু। রাজ কানওয়ার পরিচালিত দিওয়ানা ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন দিব্যা ভারতী। দুজনেই পেয়েছিলেন সেরা নবাগত-নবাগতার ফিল্মফেয়ার পুরস্কার।
First Published: Tuesday, July 16, 2013, 23:44