Last Updated: Wednesday, October 16, 2013, 19:53
মুখ্যমন্ত্রীর সফরের মধ্যেই দুষ্কৃতী হামলা জামবনিতে। গতকাল রাতে কাপগাড়ি কলেজে হামলা চালায় তিন সশস্ত্র দুষ্কৃতী। জামবনির ওই কলেজে এনসিসি প্রশিক্ষণ দেওয়া হয়। ফলে কলেজে বেশকিছু খাকি পোশাক ও বন্দুক মজুত ছিল। কলেজের রক্ষীর মাথায় বন্দুক ঠেকিয়ে ১০টি বন্দুক ও এনসিসি-র পোশাক লুঠ করে পালায় দুষ্কৃতীরা। হামলাকারীদের প্রত্যেকের মুখেই কালো কাপড় বাঁধা ছিল। মুখ্যমন্ত্রীর সফরের মধ্যেই দুষ্কতী হামলায় ফের একবার প্রশ্নের মুখে পুলিসের ভূমিকা। হামলাকারীদের সঙ্গে মাওবাদীদের কোনও যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস।