Last Updated: August 19, 2012 12:58

বেঙ্গালুরু থেকে গুয়াহাটিগামী বিশেষ ট্রেনে দুষ্কৃতী হামলায় ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল ৪ যাত্রীর। গুরুতর জখম হয়েছেন ৫ জন।
গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ বেলাকোবা স্টেশন ছাড়ার পরই দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, ট্রেনটি এনজেপি স্টেশন ছাড়ার পরই একদল দুষ্কৃতী ট্রেনে চেপে লুঠপাটের জন্য তাণ্ডব চালায়। সেইসময় ১০ জন যাত্রীকে ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়া হয়। ট্রেন লাইন থেকে গুরুতর জখম যাত্রীদের উদ্ধার করে প্রথমে বেলাকোবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জলপাইগুড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁদের। সেখানেই এক যাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। পরে আরও এক যাত্রীর মৃত্যু হয় বলে খবর। এঁরা সবাই বেঙ্গালুরু থেকে অসমে ফিরছিলেন। কড়া নিরাপত্তার মধ্যে ট্রেনটি নিয়ে যাওয়া হচ্ছিল। গুরুতর আহত যাত্রীদের মধ্যে রয়েছেন শাহজাহাদ চৌধুরী, আমিরুল ইসলাম, শারাব হোসেন।
First Published: Sunday, August 19, 2012, 13:40