Last Updated: Thursday, July 3, 2014, 13:36
দিল্লি থেকে আগ্রা, ২৩১ কিমি রাস্তা এবার পেড়িয়ে যাওয়া যাবে মাত্র ৯০ মিনিটে। সৌজন্যে ভারতীয় রেল। দিল্লি থেকে আগ্রা পর্যন্ত ঘণ্টায় ১৬০ কিমি বেগে ছোটা ভারতের দ্রুততম ট্রেন পরিষেবা চালু হতে চলেছে এই বছরের নভেম্বর মাস থেকেই। আজ হয়ে গেল এই ট্রেনের ট্রায়াল রান।