চালু হল ভারতের দ্রুততম ট্রেন, মাত্র ৯০ মিনিটে চলুন দিল্লি থেকে আগ্রা

চালু হল ভারতের দ্রুততম ট্রেন, মাত্র ৯০ মিনিটে চলুন দিল্লি থেকে আগ্রা

চালু হল ভারতের দ্রুততম ট্রেন, মাত্র ৯০ মিনিটে চলুন দিল্লি থেকে আগ্রাদিল্লি থেকে আগ্রা, ২৩১ কিমি রাস্তা এবার পেড়িয়ে যাওয়া যাবে মাত্র ৯০ মিনিটে। সৌজন্যে ভারতীয় রেল। দিল্লি থেকে আগ্রা পর্যন্ত ঘণ্টায় ১৬০ কিমি বেগে ছোটা ভারতের দ্রুততম ট্রেন পরিষেবা চালু হতে চলেছে এই বছরের নভেম্বর মাস থেকেই। আজ হয়ে গেল এই ট্রেনের ট্রায়াল রান।

ভারতের বর্তমান দ্রুততম ট্রেন ভোপাল-শতাব্দী এক্সপ্রেস দিল্লি থেকে আগ্রা পৌঁছাতে সময় নেয় ১২০ মিনিট। ঘণ্টায় ১৫০ কিমি বেগে ছোটা শতাব্দীকে এবার টেক্কা দিল এই ট্রেন। এই পরিষেবা চালু করতে মোট ১৫ কোটি টাকা খরচ হয়েছে। ট্রেনটির গতি বজায় রাখতে ২৭ কিমি রাস্তা বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে। দিল্লি থেকে আগ্রা সার্ভিসের পর, দিল্লি থেকে চন্ডিগড় ও কানপুরেও এই সেমি হাই স্পিড ট্রেন পরিষেবা চালু করা হবে।

First Published: Thursday, July 3, 2014, 13:36


comments powered by Disqus