Last Updated: Monday, November 5, 2012, 20:45
আর ঘণ্টার পর ঘণ্টা চোখে টেলিস্কোপ চাপিয়ে হাপিত্যেশ করা নয়। এখন থেকে আপনার ছাদ থেকেই দেখতে পারবেন, স্পেস স্টেশনে সুনিতা উইলিয়ামসকে। নাসার নতুন উদ্যোগ, `স্পট দা স্টেশন`। আপনার বাড়ির ছাদের ওপর দিয়ে স্পেস স্টেশন উড়ে যাওয়ার সময় এসএমএস অথবা ইমেলে আপনাকে জানিয়ে দেবে নাসা।