Last Updated: August 21, 2013 23:58

পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে সৌরঝড়। বুধবার এমনই পূর্বাভাস দিল নাসা। নাসা জানায়, মঙ্গলবার মহাকাশে সৌরকণার নিষ্ক্রমণের ফলে লক্ষ লক্ষ কণিকা নির্গত হয়েছে। যার ফলে মহাকাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ায় আগামী শুক্রবারের মধ্যেই পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে সৌরঝড়।
সৌরঝড়ে প্রাণের আশঙ্কা না থাকলেও ক্ষতিগ্রস্থ হতে পারে স্যাটেলাইট, এমনকী ইলেকট্রনিক সিস্টেমও। ফলে বিচ্ছিন্ন হতে পারে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুত্ সংযোগ। নাসার স্পেস এজেন্সি জানিয়েছে সূর্যের থেকে সেকেন্ডে ৫৭০ মাইল নির্গত হচ্ছে সৌর কণিকা।
First Published: Wednesday, August 21, 2013, 23:58