Last Updated: Wednesday, July 24, 2013, 17:49
গত তিন দিনে শহর ও শহরতলিতে পর পর ঘটে গিয়েছে কয়েকটি শ্লীলতাহানির ঘটনা। কয়কটিতে অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু ব্যবস্থা নেয়নি পুলিস। কোথাও অভিযুক্তদের গ্রেফতারে চূড়ান্ত গড়িমসি নজির। কলকাতার বুকে খোদ মহাকরণের সামনে শ্লীলতাহানির অভিযোগ। মঙ্গলবার রাত ৯টা নাগাদ হাওড়া মেটিয়াব্রুজ রুটের একটি মিনিবাসে অফিসফেরত দুই মহিলার ওপর চড়াও হয় এক যুবক। অভিযোগ জানালে বাসটির পিছু ধাওয়া করে যুবককে ধরে ফেলে পুলিস। সন্ধ্যায় দমদম মেট্রো স্টেশনে স্ত্রী ও পুত্রবধূর সম্মান বাঁচাতে গিয়ে আক্রান্ত হন এক ব্যাক্তি। অভিযুক্তদের আটক করে রেল পুলিস। টিএমসিপি নেত্রী পরিচয় দিয়ে এক মহিলা দমদমে স্টেশন সুপারের ঘরে এসে অভিযুক্তদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। অভিযুক্ত যুবকদের সিঁথি থানার হাতে তুলে দিয়েছে রেলপুলিস। শহরে একাধিক শ্লীলতাহানির ঘটনায় ফের প্রশ্ন উঠতে শুরু করেছে নারীদের নিরাপত্তা নিয়ে।