Last Updated: Wednesday, August 28, 2013, 09:49
বর্ষার সময় পাড়ায় এখন কি আর সেই মনমাতানো গন্ধ মেলে? জন্মাষ্টমীর মিষ্টিতে তালের ফুলুরি ছিল মাস্ট। এখন কি আর তাল-রান্নার ঝক্কি নেন কেউ? খোদ দক্ষিণ কলকাতায় এক পাকশালায় আবশ্য খোঁজ মিলল বাংলার ঐতিহ্যের তাল-মিষ্টান্নের।