Last Updated: Sunday, April 7, 2013, 20:19
পাহারায় থাকা পুলিসকর্মীকে আকণ্ঠ মদ খাইয়ে হাসপাতাল থেকে পালাল এক বিচারাধীন বন্দি। পুলিসকর্মী বেহুঁশ হয়ে পড়লে শৌচালয়ের জানলা ভেঙে চম্পট দেয় ওই বন্দি। রবিবার ভরদুপুরে ঘটনাটি ঘটে খাস কলকাতারই সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এসএসকেএমে।