Last Updated: Wednesday, March 20, 2013, 21:26
আগামী ১১ মে পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতীক্ষিত সাধারণ নির্বাচন। বুধবার নির্বাচনের দিন ঘোষণা করেন প্রেসিডেন্ট আসিফা আলি জারদারি। সরকারের মুখপাত্র ফারহাতুল্লা বাবর জানিয়েছেন, সরকার ও নির্বাচন কমিশনের পরামর্শক্রমেই প্রেসিডেন্ট জারদারি ওই দিন ঘোষণা করেছেন। সূত্রের খবর, দেশের ফিরে এই সাধারণ নির্বাচনে দাঁড়াতে পারেন পারভেজ মুশারফ। ভোটের দিন ঘোষণার পরই ইমরান খান বলেছেন, তাঁর দলই ক্ষমতায় আসবে।