Last Updated: April 16, 2013 23:06

রাজনৈতিক যাত্রা ধাক্কা খেল পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পরভেজ মুশারফের। আগামী ১১ মে নির্বাচনে চারটি আসন থেকেই মুশারফের মনোনয়ন বাতিল হয়ে গেল মঙ্গলবার।
এদিন নির্বাচন কমিশন চিত্রল কেন্দ্রে তাঁর প্রার্থীপদ বাতিল করে দেয়। একমাত্র এই কেন্দ্রটিতেই মুশারফের মনোনয়ন পত্র গৃহীত হয়। প্রসঙ্গত, টানা চার বছর লন্ডন আর দুবাইয়ে আত্মগোপন করার পর গত মাসের ২৪ তারিখ নির্বাচনে অংশগ্রহণ করার জন্যই দেশে ফিরেছিলেন পারভেজ মুশারফ।
আসন্ন সাধারণ নির্বাচনে করাচি, ইসলামাবাদ, চিত্রাল, কাসুর- এই চারটি কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য মনোনয়নপত্র পেশ করেছিলেন মুশারফ। তাঁর প্রতিদ্বন্দ্বী জাভেদ কাসুরি নির্বাচন কমিশনের কাছে মুশারফের বিরুদ্ধে ছটি অভিযোগ এনেছিলেন। তিনি জানিয়েছিলেন, সংবিধানের ৬২ ও ৬৩ ধারা অনুযায়ী মুশারফ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে পারেন না। বেশ কিছু মামলায় তাঁর নাম জড়িত রয়েছে।
First Published: Tuesday, April 16, 2013, 23:06