Last Updated: Wednesday, October 30, 2013, 22:31
লিটার প্রতি ডিজেলের দাম আরও ৫ টাকা বাড়ানোর সুপারিশ করল কিরিট পারিখ কমিটি। কেন্দ্রীয় সরকার নিয়োজিত ওই কমিটি কেরোসিনের দামও লিটার প্রতি চার টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। রান্নার গ্যাসের দাম বাড়াতে বলেছে সিলিন্ডার পিছু আড়াইশো টাকা।