Last Updated: October 30, 2013 22:31

লিটার প্রতি ডিজেলের দাম আরও ৫ টাকা বাড়ানোর সুপারিশ করল কিরিট পারিখ কমিটি। কেন্দ্রীয় সরকার নিয়োজিত ওই কমিটি কেরোসিনের দামও লিটার প্রতি চার টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। রান্নার গ্যাসের দাম বাড়াতে বলেছে সিলিন্ডার পিছু আড়াইশো টাকা।
এর ফলে পেট্রোপণ্যে সরকারি ভর্তুকি ৭২ হাজার কোটি টাকা কমে যাবে বলে জানানো হয়েছে। গত মে মাসে ওই কমিটি ডিজেলের জন্য পেট্রোলিয়াম কোম্পানিগুলিকে দেওয়া ভর্তুকির পরিমাণ বেঁধে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। প্রতি লিটারে ডিজেলে ৬ টাকা ভর্তুকির সুপারিশ ছিল কিরিট পারিখ কমিটির। বুধবার একথা জানান কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মইলি।
First Published: Wednesday, October 30, 2013, 22:31