Last Updated: Sunday, April 28, 2013, 17:25
কেটের অঙ্গে শোভা পাওয়ার এক ঘণ্টার মধ্যে দোকান থেকে উধাও পোশাক। শখ করে পোলকা ডটের একটি পোশাক পরেছিলেন ডাচেস অফ কেমব্রিজ। হ্যারি পটার স্টুডিওতে কেটকে ওই পোশাকে দেখা যাওয়ার এক ঘণ্টার মধ্যে হাই স্ট্রিটের একটি পাইকারি দোকান থেকে ওই ডিজাইনের সবকটি পোশাক বিক্রি হয়ে যায়।