Last Updated: April 28, 2013 17:25

কেটের অঙ্গে শোভা পাওয়ার এক ঘণ্টার মধ্যে দোকান থেকে উধাও পোশাক। শখ করে পোলকা ডটের একটি পোশাক পরেছিলেন ডাচেস অফ কেমব্রিজ। হ্যারি পটার স্টুডিওতে কেটকে ওই পোশাকে দেখা যাওয়ার এক ঘণ্টার মধ্যে হাই স্ট্রিটের একটি পাইকারি দোকান থেকে ওই ডিজাইনের সবকটি পোশাক বিক্রি হয়ে যায়। পোশাকটির দাম ছিল ৩৮ পাউন্ড।
তবে এই প্রথমবার নয়। এর আগে গত ডিসেম্বর মাসে একটি চ্যারিটি শোয়ে কেটের কালো আর ন্যুড লেস ড্রেসও একইরকম ঝড় তুলেচিল ভক্তদের হৃদয়ে।
First Published: Sunday, April 28, 2013, 17:25