Last Updated: Thursday, May 10, 2012, 12:40
ফের প্রকাশ্যে চলে এলো দুই বনকর্তার কাজিয়া। এই বিবাদের জেরেই সরাসরি বনমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন প্রধান মুখ্য বনপাল এম এ সুলতান। সম্প্রতি ১১০ জন বনকর্মীর বদলির নির্দেশ দেন প্রধান মুখ্য বনপাল (সাধারণ) অতনু রাহা। মন্ত্রীর নির্দেশেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই সেই সিদ্ধান্ত খারিজ করে দিলেন প্রধান মুখ্য বনপাল এম এ সুলতান।