Last Updated: Monday, July 15, 2013, 23:19
ফের সাজার খাঁড়ার মুখে কামদুনি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ মুখার্জি। তৃণমূলের নির্বাচনী সভা থেকে প্রধান শিক্ষককে সাজার ফতোয়া ঘোষণা করে দিয়েছেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি। প্রধান শিক্ষক কিন্তু অটল, লড়াই থেকে তিনি সরবেন না। গ্রামের একমাত্র কলেজ পড়ুয়াকে মেয়েটিকে ধর্ষণ করে খুনের পরে চুপ থাকতে পারেনি কামদুনি। স্কুলের প্রাক্তন ছাত্রীর হত্যাকারীদের শান্তি চেয়ে রাস্তায় নেমে রাজরোষে পড়েছিলেন কামদুনি অবৈতনিক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ মুখার্জি।