Last Updated: Saturday, October 6, 2012, 19:11
তারকাখচিত দল বানালেও ফেডারেশন কাপে মুখ থুবড়ে পড়েছিল প্রয়াগ ইউনাইটেড। তারপর কোচকে নিয়ে কাজিয়া,অশান্তি-সবকিছুকে পেরিয়ে আবার নতুন উদ্যমে আইলিগের প্রস্তুতি শুরু করেছে প্রয়াগ ইউনাইটেড। আর নিজেদের শক্তিকে ভারতীয় ফুটবলের কাছে প্রমাণ করতে প্রয়াগ ইউনাইটেডের কাছে সেরা মঞ্চ হতে চলেছে রবিবারের যুবভারতী। এদিনই এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে হোম ম্যাচ দিয়ে আই লিগ অভিযান শুরু করছে সঞ্জয় সেনের দল।