Last Updated: October 11, 2012 19:36

আগামিকাল শুক্রবার আই লিগে প্রয়াগ ইউনাটেডের বিরুদ্ধে নামছে মোহনবাগান। ফেড কাপে মহাব্যর্থতার পর আই লিগে শিলং লাজং এফসি`র কাছে হারের পর মোহনবাগান কোচ সন্তোষ কাশ্যপের চাকরি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ময়দান জুড়ে জোর গুঞ্জন শুক্রবার প্রয়াগ ম্যাচে জিততে না পারলে বাগানে কাশ্যপ জমানার ইতি ঘটতে চলেছে। এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বেশ চাপে বাগান শিবির।
কাল ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে নিজের কোচিং ভবিষ্যতের এসপার-ওসপার । তবুও নিজের অনুশীলনের স্টাইল থেকে একচুলও নড়লেননা সন্তোষ কাশ্যপ। সাধারণত ম্যাচের আগে কোচেরা হাল্কা অনুশীলন করান ফুটবলারদের। যাতে ম্যাচে তরতাজা অবস্থায় ফুটবলারদের পাওয়া যায়। কিন্তু মোহনবাগান কোচ একেবারে উল্টো। হার্ড ট্রেনিং সঙ্গে নিজেদের মধ্যে ম্যাচ অনুশীলন।
ফুটবলারদের মধ্যে একে অপরকে ছাপিয়ে যাওয়ার জন্য ঠান্ডা যুদ্ধের শৈত্যপ্রবাহ কতদূর পৌঁছেছে,তা বোঝা গেল অনুশীলনে। গুরুত্বপূর্ন ম্যাচের আগে কঠোর ম্যাচ প্রস্তুতিতে স্ট্যানলির সঙ্গে সংঘর্ষে চোট পেলেন জুয়েল রাজা। তারপর আর অনুশীলনই করতে পারলেন না জুয়েল। অনুশীলনের পর খোঁড়াতে খোঁড়াতে স্টেডিয়াম ছাড়লেন তিনি। এদিকে টোলগের সঙ্গে ম্যাচেই ধাক্কাধাকি হয় মেহরাজের। মাথা গরম করেন কাশ্মীরি ডিফেন্ডার। অনুশীলনের পর কোচ কাশ্যপ অবশ্য বলছেন,মানসিকভাবে তাঁর দল চাঙ্গা।
প্রয়াগের বিরুদ্ধে টার্গেট কি পুরো তিন পয়েন্ট? এই প্রশ্নের উত্তর না দিয়েই চলে গেলেন কাশ্যপ। কোচের বডি ল্যাঙ্গোয়েজেই স্পষ্ট, কতটা চাপে তিনি। এদিনও অনুশীলনের পর দুই শীর্ষকর্তা অঞ্জন মিত্র ও দেবাশিস দত্তর সঙ্গে আলাদা করে বৈঠক করেন কোচ কাশ্যপ।
প্রতিপক্ষ ইস্টবেঙ্গল নয়। প্রয়াগ ইউনাইটেড। কিন্তু শুক্রবারের প্রয়াগ বনাম মোহনবাগান ম্যাচের চেহারা নিয়েছে কলকাতা ডার্বির মতই। সৌজন্যে অবশ্যই আইলিগে বাগানের জীবন-মরণ সমস্যা। প্রয়াগ ইউনাইটেডের বিরুদ্ধে ছক বদলে অ্যাটাকিং ফুটবলই খেলাতে চাইছেন কোচ সন্তোষ কাশ্যপ।চার-চার-দুই ছক বদলে চার-তিন-তিন ছকে দল সাজাচ্ছেন সন্তোষ। আক্রমণে টোলগে-ওডাফা। বাঁদিক থেকে ওভারল্যাপে উঠবেন সাবিথ। মাঝমাঠে ডেনসন দেবদাস-জুয়েল রাজা-মনীশ মাথানি। জুয়েলকে অ্যাটাকিং মিডিও হিসেবে খেলানোর ভাবনা কোচের। সেন্ট্রাল ডিফেন্সে নির্মল-ইচে।দুই ব্যাক খেলেম্বা ও নবি। ফেডারেশন কাপে এয়ার ইন্ডিয়া ম্যাচের পর চোট সারিয়ে আবার মাঠে ফিরতে চলেছেন নবি। রন্টি-কার্লোসদের বিরুদ্ধে জিততে হলে যে আক্রমন ছাড়া গতি নেই,তা বুঝে গিয়েছেন সন্তোষ কাশ্যপ। দলের চার কোটি টাকার ওডাফা-টোলগে স্ট্রাইকার জুটির মধ্যে কথা বন্ধ হলেও গোলের জন্য মরিয়া দুজনেই।
First Published: Thursday, October 11, 2012, 20:07