প্রয়াত কবি জয়দেব বসু - Latest News on প্রয়াত কবি জয়দেব বসু| Breaking News in Bengali on 24ghanta.com
এনআরএস হাসপাতালে দান করা হল প্রয়াত কবির দেহ

এনআরএস হাসপাতালে দান করা হল প্রয়াত কবির দেহ

Last Updated: Friday, February 24, 2012, 17:22

প্রয়াত কবি জয়দেব বসুর দেহ তুলে দেওয়া হল এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষের হাতে। তাঁর মরদেহ রাখা ছিল বো স্ট্রিটে। সেখান থেকে শুক্রবার সকালে তাঁর দেহ প্রথমে যায় আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএম-এর রাজ্য দফতর তথা নন্দন পত্রিকার দফতরে। সেখান থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় বাংলা আকাদেমি সভাঘরে। এরপর এনআরএস হাসপাতালে তাঁর দেহ দান করা হয়।