Last Updated: Wednesday, November 16, 2011, 22:47
স্যান জোসে কোস্টা রিকার বিরুদ্ধে প্রীতি ম্যাচে অতিকষ্টে ড্র করলেন ডেভিড ভিয়ারা। প্রথমার্ধেই দুই গোলে পিছেয়ে পড়ে স্পেন। প্রথম গোলটি স্পেন খায় অধিনায়ক ক্যাসিয়াগের ত্রুটির জন্য । তারপর প্রথমার্ধ শেষ হওয়ার কিছ আগে জোয়েল ক্যাম্পবেলের গোলে ব্যবধান বাড়ায় কোস্টা রিকা।