বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের খারাপ ফর্ম অব্যাহত, Spain continues to be bad form

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের খারাপ ফর্ম অব্যাহত

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের খারাপ ফর্ম অব্যাহতস্যান জোসে কোস্টা রিকার বিরুদ্ধে প্রীতি ম্যাচে অতিকষ্টে ড্র করলেন ডেভিড ভিয়ারা। প্রথমার্ধেই দুই গোলে পিছেয়ে পড়ে স্পেন। প্রথম গোলটি স্পেন খায় অধিনায়ক ক্যাসিয়াগের ত্রুটির জন্য । তারপর প্রথমার্ধ শেষ হওয়ার কিছ আগে জোয়েল ক্যাম্পবেলের গোলে ব্যবধান বাড়ায় কোস্টা রিকা। দ্বিতীয়র্ধে ম্যাচ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন ফ্যাব্রেগাসরা। খেলার তিরাশি মিনিটে ডেভিড সিলভার গোলে ব্যবধান কমায় স্পেন। তারপর স্টপেজ টাইমে দলকে সমতায় ফেরান ডেভিড ভিয়া।

First Published: Wednesday, November 16, 2011, 22:50


comments powered by Disqus