Last Updated: Friday, September 13, 2013, 21:43
ফেসবুকে মানুষ অনেক কিছুই বলে ফেলে। দীর্ঘকাল চেপে রাখা কথা, গোপন কিছু যা কাউকে বলা যায় না, তা বোধহয় অনেক সহজ হয় ফেসবুক ওয়ালে লিখতে। সেরকমই কিছু করলেন ফ্লোরিডার ৩১ বছরের ডেরেক মেদিনা। স্ত্রীকে খুন করে সেই কথা প্রকাশ করলেন ফেসবুকে।