Last Updated: Thursday, September 27, 2012, 13:35
দুর্মূল্যের বাজার হলেও শহরের কয়েকটা বাছা বাছা বাজার থেকে এখনও আড় মাছ উধাও হয়ে যায়নি। আড় মাছ, সরষের তেল, সঙ্গে দিলাম কচু। মূলত ওপার বাংলা এই পদটি দুপুরের ভুড়িভোজে আলাদা মাত্রা এনে দিতে বাধ্য। রান্না করেই দেখুন। আপানার `রেসিপির খাতার` প্রথম সারিতে এটাকে রাখতেই হবে।