বারকাপুর - Latest News on বারকাপুর| Breaking News in Bengali on 24ghanta.com
সমতলে ফিরছেন দময়ন্তী সেন

সমতলে ফিরছেন দময়ন্তী সেন

Last Updated: Friday, July 26, 2013, 10:31

পঞ্চায়েতের ভোটপর্ব মেটার পরই পুলিসকর্তাদের রদবদলের সম্ভাবনা রয়েছে। তালিকায় রয়েছেন দময়ন্তী সেন। পার্কস্ট্রিট কাণ্ডের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁকে লালবাজার থেকে সরিয়ে দেওয়া হয়। কিছুদিন পরে তাঁকে ও এস ডি বা অফিসার অন স্পেশাল ডিউটিতে দার্জিলিংয়ের ডি আই জি পদে বহাল করা হয়। সেই থেকে পাহাড়ের শান্তি রক্ষার দায়িত্বে ছিলেন দময়ন্তী সেন।