Last Updated: Tuesday, May 28, 2013, 11:40
আজ ফের বারুইপুর আদালতে নিয়ে আসা হল সুদীপ্ত সেন, অরবিন্দ সিং চৌহান ও দেবযানী মুখার্জিকে। গত ২২ এপ্রিল মানিক চক্রবর্তী নামে সারদার এক এজেন্ট, বারুইপুর থানায় সুদীপ্ত সেনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। গত ১৯ তারিখ, সেই অভিযোগের ভিত্তিতেই সারদার কর্ণধারকে বারুইপুর আদালতে পেশ করে পুলিস।